আনোয়ার হোসেন তরফদারঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে,বাংলাদেশ আওয়ামী যুবলীগের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে
বিরুনীয়া ইউনিয়ন যুবলীগ কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার বিকাল ৪ ঘটিকায় কংশেরকুর উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশ দিয়ে ফলজ ও বনছ গাছ রোপন করা হয়। ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন, দপ্তর সম্পাদক জনম মেস্ত্রি, পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।