সাইফুল ইসলাম তরফদারঃ
ময়মনসিংহ ফুলবাড়িয়া পৌরসভায় মঙ্গলবার (১৩ জুন) ঈদুল আযহা উপলক্ষে অসহায় গরীব দুঃস্থদের মাঝে ৩ হাজার ৮১ জন পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।অফিস সূত্রে জানা যায়, ৩ দিনের মধ্যে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে। উপজেলার পৌরসভায় ০৯ টি ওয়ার্ডের মধ্যে চেয়ারম্যানের উপস্থিতিতে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
বিতরণের দিন দুঃস্থরা সারিবদ্ধ হয়ে ভিজিএফের চাল পেয়ে ঈদুল আযহা উদযাপনে সহায়তা হবে বলে তারা জানান।
চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন – পৌর মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া, সচিব মোঃ হারুনুর রশীদ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মহসিন হোসেন, হিসাব রক্ষক মোঃ আরিফুর রহমান, লাইসেন্স ইন্সপেক্টর কবির হোসেন, সংরক্ষিত মহিলা আসনের কমিশনার মোছাঃ ফাতেমা খাতুন, মোছাঃ জরিনা আক্তার, মোছাঃ হোসনে আরা, ওয়ার্ড কমিশনার (পুরুষ) মোঃ শামীম, মোঃ শরিফ প্রমুখ ##