আনোয়ার হোসেন তরফদারঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার মুক্তির আমগাছ এলাকায় নজরুলের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোটরসাইকেল চাপায় মোঃ সামসুদ্দিন( ৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন সে স্থানীয় ইসমাইল শেখের ছেলে।
নিহত শামসুদ্দিন মিয়ার বাড়ি গোয়ারী আমনাটি পাড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায় ১৩ই জুলাই সন্ধ্যা ৭.২০ মিনিটে মোঃ শামসুদ্দিন মুক্তির আমগাছ এলাকায় স্থানীয় নজরুল ইসলামের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন।
হঠাৎ করেই ভালুকা গামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।