Header Image

এনায়েতপুর ইউনিয়নে গরীব হতদরিদ্ররা ভিজিএফ চাল পেয়ে মহাখুশি 

 সাইফুল ইসলাম তরফদার  ঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা এনায়েতপুর  ইউনিয়নে ৫ হাজার ৩ শত৮০ জন গরীব হতদরিদ্র পরিবার পেল দশ কেজি করে ভিজিএফ এর চাল।  বুধবার  (১৪  জুন) থেকে শুক্রবার   পর্যন্ত  বিতরন চলবে।
ঈদুল আযহা উপলক্ষে অসহায় গরীব  দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করেন ৯নং  এনায়েতপুর  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কবির হোসেন তালুকদার।
চেয়ারম্যান কবির হোসেন তালুকদার বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার   দিক নির্দেশনায় বিভিন্ন কাজ সফল ভাবে পরিচালনা করে আসছি। আমার ইউনিয়নে কোন গরীব হতদরিদ্র মানুষ এসে কেউ খালি হাতে ফিরে যাবে না।
বিতরণের দিন দুঃস্থরা  সারিবদ্ধ হয়ে ভিজিএফের চাল পেয়ে ঈদুল আযহা উদযাপনে সহায়তা হবে বলে তারা জানান। করোনা মহামারি সময়ে দশ কেজি চাল পেয়ে অনেক উপকারে আসবে।
হতদরিদ্র  আব্দুল কাদের আকন্দ আক্ষেপ করে বলেন  ,দশ কেজি  চাল পেয়েছি এছাড়াও চেয়ারম্যান সাব বিভিন্ন সময় আমাদের কে অনেক কিছু দিয়ে থাকে বমরা হাত পাতলে কোন সময় খালি হাতে ফিরে যাই না।বিতরণ কালে উপস্থিত ছিলেন  টেক অফিসার ( এটি ও)মোয়াজ্জেম হোসেন,  ইউনিয়ন পরিষদ সচিব নজরুল ইসলাম, ইউ পি সদস্য রহিছ উদ্দিন দুদু,আঃ হালিম,সোরহাব আলী  প্রমুখ।  ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!