সাইফুল ইসলাম তরফদার ঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা কালাদহ ইউনিয়নে ৪ হাজার ৯ শত২০ জন গরীব হতদরিদ্র পরিবার পেল দশ কেজি করে ভিজিএফ এর চাল।
বুধবার (১৪ জুন) ঈদুল আযহা উপলক্ষে অসহায় গরীব দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করেন ১০ নং কালাদহ ইউনিয়ন পরিষদের সফল ইউ পি চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম মাষ্টার। এসময় চাল বিতরনে উপস্থিত ছিলেন ইউ পি সচিব ইসমত আরা, ইউ পি সদস্য, দেলোয়ার হোসেন উজ্জ্বল, আব্দুল বারী প্রমুখ।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর মাঝে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে।
বিতরণের দিন দুঃস্থরা সারিবদ্ধ হয়ে ভিজিএফের চাল পেয়ে ঈদুল আযহা উদযাপনে সহায়তা হবে বলে তারা জানান। করেনা মহামারি সময়ে দশ কেজি চাল পেয়ে অনেক উপকারে আসবে।
হতদরিদ্র ছখিনা আক্ষেপ করে বলেন, এই হাসিনা সরকার এর আমলে আমরা অনেক চাল সহ বিভিন্ন ধরনের উপহার পেয়েছি। ##