
মৃদুল ধর ভাবন, বিশেষ প্রতিনিধিঃ
শিল্পাঞ্চল আশুলিয়া থানাধীন আশুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাসীর মতবিনিময় করিলেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিশিষ্ট্য সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশ সহ সারা বিশ্ব যখন আতংকের মধো ঠিক সেই সময় অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন ।
নিয়মিত ৪নং ওয়ার্ড বাসীর সব সময় পাশে থাকেন সেই আশুলিয়ার জনপ্রিয় মেম্বার মোঃ হোসেন আলী মাষ্টার । তার ওয়ার্ডে বর্তমান সময়ে যে উন্নয়ন করেছেন গত ৫০বছরে তা হয় নাই ।এলাকা বাসীর সাথে নিয়মিত যোগাযোগ রাখেন । তাদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাদের সমস্যা সমাধান করে দেন ।
৪ং ওয়ার্ডের এক চা এর দোকান বলেন হোসেন মাষ্টার আমাদের এলাকায় পাকা রাস্তা .ড্রেন. এবং সু্য্যারেজ করে দিয়েছেন । বিভিন্ন স্কুল. কলেজ. মাদ্রাসা .মসজিদ.মন্দিরে অনুদান দিয়ে থাকেন ।
প্রথম যখন করোনা বাংলাদেশে আসে তখন আমাকে চাউল.ডাউল.লবন.তৈল.সাবান.আলু এবং মাঝে নগদ টাকা আমাকে দোকানে দিয়ে যান ।এমন আরো শত শত প্রমান আছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এ সময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তি বর্গ ।