Header Image

শিল্পাঞ্চল আশুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাসীর সাথে মতবিনিময় করলেন হোসেন আলী মেম্বার

মৃদুল ধর ভাবন, বিশেষ প্রতিনিধিঃ

শিল্পাঞ্চল আশুলিয়া থানাধীন আশুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাসীর মতবিনিময় করিলেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিশিষ্ট্য সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশ সহ সারা বিশ্ব যখন আতংকের মধো ঠিক সেই সময় অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন ।

 

নিয়মিত ৪নং ওয়ার্ড বাসীর সব সময় পাশে থাকেন সেই আশুলিয়ার জনপ্রিয় মেম্বার মোঃ হোসেন আলী মাষ্টার । তার ওয়ার্ডে বর্তমান সময়ে যে উন্নয়ন করেছেন গত ৫০বছরে তা হয় নাই ।এলাকা বাসীর সাথে নিয়মিত যোগাযোগ রাখেন । তাদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাদের সমস্যা সমাধান করে দেন ।

 

৪ং ওয়ার্ডের এক চা এর দোকান বলেন হোসেন মাষ্টার আমাদের এলাকায় পাকা রাস্তা .ড্রেন. এবং সু্য্যারেজ করে দিয়েছেন । বিভিন্ন স্কুল. কলেজ. মাদ্রাসা .মসজিদ.মন্দিরে অনুদান দিয়ে থাকেন ।

প্রথম যখন করোনা বাংলাদেশে আসে তখন আমাকে চাউল.ডাউল.লবন.তৈল.সাবান.আলু এবং মাঝে নগদ টাকা আমাকে দোকানে দিয়ে যান ।এমন আরো শত শত প্রমান আছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এ সময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তি বর্গ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!