সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহঃ
করোনা নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে ময়মনসিংহে ২৯ লাখ ৯৫ হাজার ৯৫৫ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১ জুলাই) থেকে বুধবার (১৪ জুলাই) রাত ১২ টা পর্যন্ত জেলা শহর ও উপজেলাগুলোতে অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে জেলা ও উপজেলাগুলোতে ৬৩০ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ হাজার ৩৯৩ মামলায় ২৯ লাখ ৯৫ হাজার ৯৫৫ টাকা জরিমানা টাকা জরিমানা আদায় করা হয়েছে।