Header Image

ময়মনসিংহে প্রয়াত এরশাদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।।

 

আরিফ রববানী, ময়মনসিংহ।।

ময়মনসিংহ জেলা,মহানগর ও কোতুয়ালী জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে সাবেক রাষ্ট্রপতি মরহুম আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপী কর্মসুচীর দ্বিতীয় দিনে প্রয়াত এরশাদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির ময়মনসিংহস্থ বাসভবন সুন্দর মহলস্থ দলীয় কার্যালয়ে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া পুর্বে- নেতৃবৃন্দ বলেন- প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন বাংলাদেশের ৪৬০ টি উপজেলার প্রবর্তক, আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী তিনিই ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম করেছিলেন,শুক্রবারকে ছুটির দিন ঘোষণা করেছিলেন, মসজিদ মাদ্রাসার বিল মওকুফ করেছিলেন, টিভিতে আজান প্রচারের নিয়ম করেছিলেন, উপজেলা পদ্ধতি চালু করেছিলেন,
গুচ্ছগ্রামের প্রবর্তন করেছিলেন, তিনি ছিলেন দেশ মাতৃকার একজন গর্বিত সাবেক সেনাপ্রধান, এদেশের নয় বছরের সাবেক সফল প্রেসিডেন্ট।

 

নেতৃবৃন্দ বলেন,পল্লীবন্ধুর নয় বছরের শাসনামল এদেশের উন্নয়নের স্বর্ণযুগ ছিল,শাসনামলে দূর্নীতি, ধর্ষণ, খুন, রাহজানি, প্রকাশ্যে কোপাকুপি, এগুলো দুরহ ছিল, আমলেই মানুষ শান্তিতে নিরাপদ জীবন যাপন করেছিল,পল্লীবন্ধুই বলেছিলেন, ‘ ৬৮ হাজার গ্রাম বাচলে বাংলাদেশ বাচবে, আজ তিনি বেঁচে নেই কিন্তু উনার অবদানগুলো থেকে যাবে ৬৮ হাজার গ্রাম বাংলার প্রতিটি প্রান্তরে। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে মহান এই নেতার আত্মার শান্তিতে সবার কাছে দোয়া চান নেতৃবৃন্দ

এতে উপস্থিত ছিলেন- মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আউয়াল সেলিম, যুগ্ন সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম খোকন , জেলা জাতীয়পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম তপন ও লাল মিয়া লাল্টু, জেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা জাতীয় পার্টি সাধারন সম্পাদক ইদ্রিশ আলী, মহানগর জাতীয়পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, যুগ্ন সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান সবুজ, শিক্ষা বিষয়ক সম্পাদক রুকনুজ্জামান জুয়েল,তথ্য ও প্রযুক্তি সম্পালক ফরিদ হোসেন ,যুগ্ম দপ্তর সম্পাদক এ কে এম হাসান কবীর কালাম যুগ্ন প্রচার সম্পাদক মুমিনুল ইসলাম মানিক, মহানগর জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক মানিক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ ।

প্রসঙ্গত হুসেইন মুহাম্মদ এরশাদ (১ ফেব্রুয়ারি ১৯৩০- ১৪ জুলাই ২০১৯) বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ও রাজনীতিবিদ। যিনি ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। তিনি জাতীয় পার্টি নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।

২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন হতে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং তিনি একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!