সাইফুল ইসলাম তরফদার ঃ
সিঙ্গার বাংলাদেশ লিঃ এর ময়মনসিংহের ত্রিশাল উপজেলা সিঙ্গার এর শোরুম থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিঙ্গার ডাবল অফারে ১ টিBD-215-42 DRফ্রিজ ক্রয় করে ক্যাশ কার্ড এর মাধ্যমে ফ্রিজটি ১০০%ডিসকাউন্টে ফ্রী ফ্রিজ কিনে বিজয়ী হয়েছেন।
শুক্রবার ১০০% ডিসকাউন্টে ফ্রী ফ্রিজ কিনে বিজয় হয়েছেন ত্রিশাল পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান মনির।
ফ্রী ফ্রিজ টি হস্তান্তর করেন সিনিয়র এরিয়া ম্যানেজার মুতাকাব্বির ইবনে কবির চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন ডিষ্টিকট ১৩ জয়দেবপুরে ম্যানেজার ইজাজ রহমান,সিঙ্গার এর এরিয়া ম্যানেজার মোহাম্মদ হারুন অর রশিদ ।
বিজয়ী মনিরুজ্জামান বলেন,আর দেরি না করে সিঙ্গার এর শোরুম থেকে ফ্রিজ কিনুন । আমার জানামতে সিঙ্গার এর ফ্রিজ গুলো খুব ভালো এবং বিদ্যুৎ সাশ্রয়ী ।