প্রেস বিজ্ঞপ্তিঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মঠবাড়ী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ত্রিশালের মঠবাড়ী ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা আব্দুল কদ্দুস মন্ডল।
এক শুভেচ্ছা বার্তায়- দেশ সংকটাপন্ন মহামারী করোনা পরিস্থিতিতে। সচেতনতা অবলম্বন করে পবিত্র ঈদুল আজহার ঈদ উদযাপন করার জন্য সকলকে বিনীত ভাবে অনুরোধ জানিয়ে তিনি বলেন, জীবনের চেয়ে বড় আর কিছু নেই তাই নিজে বাঁচুন অপরকে বাঁচতে সহযোগিতা করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্কতা অবলম্বন করুন। সকলের জন্য দোয়া করি, পরিবার পরিজন আত্মীয়-স্বজন নিয়ে যে যেখানে পবিত্র ঈদ উদযাপন করবেন, আল্লাহ সকলকে হেফাজত করুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন।
পবিত্র ঈদুল আযহায় ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেয়া এবং অসাম্প্রদায়িক ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের শপথ গ্রহণ করার আহবান জানিয়ে তিনি বলেন ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি বাঙালির প্রাণে প্রাণে এই প্রত্যাশায় ‘ঈদ মোবারক’।