আনোয়ার হোসেন তরফদারঃ
ভালুকায় মানবতার সেবার করোনা মোকাবেলায় ফ্রি শেখ রাসেল অক্সিজেন সার্ভিস ‘হ্যালো ছাত্রলীগ’ এর শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভা কক্ষে ওই অক্সিজেন সার্ভিসের উদ্বোধন হয়।
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব এম. এ ওয়াহেদের পৃষ্টপোষকতায় ও ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহাম্মেদ সুজনের সমন্বয়ে গোটা ভালুকায় দিন রাত ২৪ ঘন্টাই এ সেবা প্রদান অব্যাহত থাকবে।
উদ্বোধনি অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সদস্য ও চ্যানেল২৪ এর সিনিয়র রিপোর্টার জোনায়েত শাহরিয়ার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আহসানুল ইসলাম হিমেল, সাধারণ সম্পাদক রতন মন্ডল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক শারমিন খানম লামিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।