Header Image

ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন সভাপতি আল-আমিন, সম্পাদক শাহিন 

সাইফুল ইসলাম তরফদারঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আল-আমিন হোসাইন সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান শাহিনকে সাধারণ সম্পাদক করে ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন ধুরধুরিয়া ২০২১-২২ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, ২০১৬ সালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন ধুরধুরিয়া যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন মানবসেবামূলক, সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক কাজে অংশগ্রহণ করে আসছে‌ সংগঠনটি।
উল্লেখ্য, আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ২০ জুলাই কার্যনির্বাহী বৈঠকে কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি অনুমোদন করেন সদ্য বিদায়ী সভাপতি মাহমুদ মাশরাফি ও  সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত।
নতুন কমিটি ২২ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি  আল আমিন হোসাইন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিনকে মনোনীত করা হয়। সংগঠনকে আরও মজবুত ও সুসংগঠিত করতে নবগঠিত কমিটি দৃঢ় ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!