Header Image

তারাকান্দায় কঠোর ইউএনও,৩দিনে জরিমানা ১৪৬০০৳

 

আরিফ রববানী, ময়মনসিংহ।।

করোনা সংক্রমণরোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ চলাকালে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ায় গত তিন দিনে জনসচেতনতামূলক প্রচার অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে ২৭ মামলায় ১৪৬০০৳ জরিমানা আদায় করেছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। করোনার এই সময়ে তিনি তারাকান্দা উপজেলাবাসীকে সুস্থ রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। মাস্ক পড়তে তিনি উপজেলাবাসীকে উৎসাহিত করে যাচ্ছেন।

উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন, লকডাউনের তৃতীয় দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় তাদের সতর্ক ও আইন অমান্যকারীদের জরিমানা করা হয়েছে। লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২৭জনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় জরিমানা করা হয়েছে ১৪হাজার ৬শত টাকা।

তিনি আরও বলেন, সরকার করোনার সংক্রমণরোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ নিশ্চিতে তিন দিনে উপজেলাজুড়ে সক্রিয় আছে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলার পৌর শহরে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ও লকডাউনেও প্রতিষ্ঠান খোলা রাখায় ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৪হাজার ৬শত টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!