Header Image

বিধিনিষেধের মধ্যে এমপির হাওর ভ্রমণে সমালোচনা

করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীসহ স্বপরিবারে ময়মনসিংহের নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন হাওর ভ্রমণ করায় সমালোচনার সৃষ্টি হয়েছে। হাওর ভ্রমণের ছবি শনিবার এমপি তার নিজের টাইমলাইনে পোস্ট করলে, সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন বলে অনেকেই কমেন্টস করেন।

জানাযায় (২৪ জুলাই) শনিবার সকালে নান্দাইল থেকে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, তার স্ত্রী কণ্যা,
উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুৃয়েল পরিবারসহ, পৌর ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সালাম, যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ভূইয়া সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফকির ফয়সাল , ছাত্রলীগ নেতা মাহবুুবুল হাসান রয়েলসহ অন্যান্য নেতাকর্মীদের সাথে নিয়ে মাইক্রোবাস যোগে কিশোরগঞ্জের নিকলী হাওরে যান। অনেকের মুখে ছিল না মাস্ক।

এমপির হাওর ভ্রমণের ছবির পোস্টে মাহমুদুল হাসান মেসাদ নামে একজন কমেন্ট করেন, লকডাউন এবং সরকারের বিধিনিষেধ অমান্য করার উজ্জ্বল দৃষ্টান্ত আপনি। আপনি জনপ্রতিনিধি হয়ে যদি এমন আইন ও নিয়ম ভাঙেন তাহলে আমরা যারা সাধারন জনগন তারাতো সরকারের এমন আইন ও নিয়মকানুন না মানাটাই স্বাভাবিক।
আরেকজন জাকিরুল হাসান জিকু কমেন্ট করেন, আপনারা জনপ্রতিনিধিরা নিজেরাই লকডাউন মানেন না। শুধু শুধু জনগনের উপর হয়রানি।

এবিষয়ে জেলা জনউদ্যোগ এর আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু বলেন, করোনা বিধিনিষেধের মধ্যে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এমপির হাওর ভ্রমণ দুঃখজন ঘটনা। তারা আইন প্রনেতা হয়ে আইন ভঙ্গ করলে সেটা সাধারন মানুষ ভালো ভাবে নেয় না। সেই আইন সাধারণ মানুষ মানতেও চায় না।

সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন, মন চেয়েছে তাই ঘুরতে গিয়েছি। তবে একজন অসুস্থ রোগীও দেখতে গিয়েছিলাম বলে ফোন কেটে দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!