Header Image

ময়মনসিংহে একদিনে দুই ছেলে ও এক মেয়ের জন্মদিলেন গৃহবধু

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহ ‌চুরখাই ক‌মিউ‌নি‌টি বেজড মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতা‌লে দুই ছেলে ও এক মেয়ের জন্ম দিয়েছেন লাকি মোছা. আক্তার (৩২) নামে এক গৃহবধু।

মোছা. লাকি আক্তার জেলার ঈশ্বরগঞ্জ উপ‌জেলার রাজিবপুর ইউ‌নিয়‌নের মম‌রেজপুর গ্রা‌মের স্বপন মিয়ার স্ত্রী।

রবিবার (২৫ জুলাই) সকালে নগরীর চুরখাই ক‌মিউ‌নি‌টি বেজড মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতা‌লে দুই ছেলে ও এক মেয়ের জন্ম দেন গৃহবধু।

এ বিষয়ে গৃহবধুর স্বামী স্বপন মিয়া বলেন, ভোররাতে গ্রা‌মের বা‌ড়ি‌তে থাকা অবস্থায় প্রসব ব্যাথা শুরু হয় লাকী আক্তারের। পরে সিএনজিতে ময়মন‌সিংহ চুরখাই ক‌মিউ‌নি‌টি বেজড মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতা‌লে গাইনী ওয়া‌র্ডে নেয়ার ঘন্টাখানেক পর প্রথমে দুই ছে‌লে ও সব‌শে‌ষে একটি কন্যা সন্তান প্রসব ক‌রেন।

তিনি আরও বলেন, আমার আরও একটি ছেলে ও একটি মেয়ে আছে। বর্তমানে মা ও তিন শিশু সুস্থ আছে। সদ্য ভুমিষ্ট তিন শিশুর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!