ময়মনসিংহ হালুয়াঘাটের শাপলা বাজার থেকে ৪ লাখ ৮০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বাংলা বিড়ির ডিলার সাইফুল সহ দুই জনকে আটক করেছে র্যাব-১৪।
উপজেলার শাপলা বাজার ও সংড়া বাজার গোডাউনে অভিযান পরিচালনা করেন র্যাব-১৪ এর সিনিয়র এএসপি বেলায়েত হোসেন, ডিএডি জাহাঙ্গীর আলমসহ র্যাবের অন্যান্য সদস্যরা ।
র্যাব-১৪ এর এএসপি বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার শাপলা বাজার, সংড়া বাজারে অভিযান চালিয়ে আবুল কালাম ও কালাম হোসেন সহ ৪ লাখ ৮০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বাংলা বিড়ি ও সাইফুল বিড়ি জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে হালুয়াঘাট উপজেলার শাপলা বাজার কড়ইতলী বাজার, মহিষলেটি বাজার, শহিদ বাজার, বিশগড়ী বাজার, বাগাইতলা বাজার, সংড়া বাজার, কালইপাগলা বাজার, সাতুগাও বাজার, জামগড়া বাজার,সূর্যপুর বাজার, হালুয়াঘাট সদর নাগলা বাজার, বাহিরশিমুল বাজার, অালিশা বাজার। ধোবাউবা উপজেলার কৃস্টপুর,কালসিন্ধুর বাজার, চারুয়াপাড়া বাজার, কাশিনাথপুর বাজার, পোড়াকান্দলিয়া বাজার, রাউতি বাজার, উষান বাজার, দুদনই বাজার, সাদ্দাম বাজার, বাদুয়া বাজার। ফুলপুর উপজেলার বাহাদুরপুর বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত বাংলা বিড়ি, সাইফুল বিড়ি বিক্রি করে আসছিল একটি চক্র। আটকৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পরে তার দেখানো তথ্যের ভিত্তিতে ওই বাজারে বড় বড় দোকানে অভিযান চালায় র্যাব-১৪'।
এ সময় র্যাব-১৪ দন্ডনীয় কর্মকান্ড হতে সকলকে বিরত থাকতে আহব্বান জানান। সকল বাজার ও দোকান হতে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি তুলে ফেলতে স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটিকে দায়িত্ব দেয়া হয়। এ সময় দন্ডনীয় কর্মকান্ড হতে সকলকে বিরত থাকতে আহব্বান জানান।
সরকারী বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনিয় অপরাধ। কর্মকর্তারা সকল কমদামী নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন ও বিক্রয় বন্ধে ব্যবসায়ীসহ সকলের সহযোগীতা কামনা করেন। নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী বিড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।