আরিফ রববানী, ময়মনসিংহ।।
ময়মনসিংহে লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন,
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার আরোপিত কঠোর লকডাউন অমান্য করায় চতুর্থ ও পঞ্চম দুই দিনে ময়মনসিংহ জেলা, উপজেলা প্রশাসন ও সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ৬৩৩ মামলায় ৪,২৪,৫০০ চার লাখ ২৪ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেছেন। এই নিয়ে গত পাঁচ দিনে এক হাজার ৭৭৭ মামলার বিপরীতে দশ লাখ ৪৮হাজার ২৭৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার ২৬ জুলাই ও মঙ্গলবার ২৭শে জুলাই সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সময়ে এসব জরিমানা আদায় করা হয়।
এ তথ্য নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, ২৬ শে জুলাই সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৪৮ মামলায় ৭২ হাজার টাকা, উপজেলা প্রশাসন ১৭৬ মামলায় এক লাখ ৬২ হাজার ৩৮০ টাকা এবং ময়মনসিংহ সিটি করপোরেশন ১৬ মামলায় পাঁচ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করেছে এবং অপরদিকে ২৭শে জুলাই ২৯৩ মামলায় ১,৮৪,৭৭০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মাঝে জেলা প্রশাসনঃ* ৯৭ টি মামলায় ৪৬,০০০/- টাকা,উপজেলা প্রশাসনঃ* ১৬৫ টি মামলাশ ১,৩০,৭২০/- টাকা,ময়মনসিংহ সিটি করপোরেশনঃ* ৩১ টি মামলায় ৮,০৫০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, কঠোর লকডাউন শুরু হওয়ার পর থেকে করোনায় জনগণকে সচেতন করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। এসময় স্বাস্থ্য বিধি না মানায় পাঁচ দিনে এক হাজার ৭৭৭ মামলার বিপরীতে দশ লাখ ৪৮হাজার ২৭৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকার কথাও জানান তিনি।