Header Image

ময়মনসিংহে দ্বিতীয় পর্যায়ের আশ্রয়ণ প্রকল্পের বিশটি গৃহে বসবাসকারীদের খোঁজ নিলেন ইউএনও- পিআইও

 

আরিফ রববানী, ময়মনসিংহ।।

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল ও মানবিক প্রধানমন্ত্রী সব সময় গরীব অসহায় মানুষদের নিয়ে ভাবেন এবং তাদের নিয়ে কাজ করতে চান। গৃহহীন পরিবারকে গৃহ প্রদান কার্যক্রম তারই দৃষ্টান্ত ।’

 

মুজিবশতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এসব ঘর ও জমি দিয়েছেন। এক সঙ্গে এত বিপুল সংখ্যক মানুষকে বিনামূল্যে জমিসহ ঘর করে দেওয়ার মধ্য দিয়ে বিশ্বে অনন্য নজির সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কার্যক্রম সারা বিশ্বে ইতিহাস হয়ে থাকবে। তিনি আরও বলেন, যাদের ছিল না একটু মাথা গোঁজার ঠাঁই, ছিল না এক খণ্ড জমি; অন্যের জমিতে খুপরি চালাঘর বেঁধেই যাদের সংসার করতে হয়। আবার একটু মেঘ-বৃষ্টি হলেই যাদের চোখ বেয়ে অশ্রু গড়াত।তাদের মুখে হাসি ফোটাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগ নিয়েছেন।

 

তিনি ২৯ শে জুলাই মুজিবশতবর্ষ উপলক্ষে আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দক্ষিণ চরকালিবাড়িতে ১৫ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ও পাঁচজন সাধারণ পরিবারসহ মোট ২০জনের দ্বিতীয় পর্যায়ের বিশটি গৃহের খোঁজ খবর নিতে গিয়ে স্থানীয় সাধারণ মানুষ ওপিআইসি কমিটির নেতৃবৃন্দের সাথে আলাপকালে এসব কথা বলেন।এসময় তিনি উপকারভোগীদের জন্য দেওয়া বিদ্যুৎ সংযোগ ও স্থাপন করা টিউবওয়েলের দেখাশুনা করাসহ ভুক্তভোগীদের বিভিন্ন সমস্যার খোজ খবর নিয়ে তা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

এসময় উপকারভোগীরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও সুষ্ঠু সুন্দর ভাবে উপকারভূগীদের মাঝে ঘর বরাদ্দ দেওয়ায় স্থানীয় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!