ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিজ বাসায় নারগিস বেগম (৪০) নামে এক নারী নারীকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার পুটিজানা ইউনিয়নের পাঞ্জানা পালোয়ান মার্কেট সংলগ্ন নিজ বাসায় এ ঘটনা ঘটে।
নিহত নারগিস বেগম একই উপজেলার কুশমাইল ইউনিয়নের ধামর গ্রামের সমর আলী খানের মেয়ে। তিনি প্রায় ২০ বছর যাবত এই গ্রামে বসবাস করে আসছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নারগিস বেগম সন্ধার পর থেকে নিজ রুম থেকে বের না হওয়ায় প্রতিবেশীরা তাকে ডাকতে যায়। অনেক ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে বাসার দড়জা ধাক্কা দিতেই নারগিস বেগমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পারে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করতে যায়।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, এখনো ঘটনাস্থলে আছি। তবে, হত্যাকাণ্ডের ঘটনা কে বা কার ঘটিয়েছে এখনো জানা সম্ভব হয়নি। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে বলেও জানান তিনি।