মৃৃৃদুল ধর ভাবনঃ
ঢাকার আশুলিয়ায় শিমুলিয়া ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থীর ব্যানার ফেস্টুন ছিড়ে ও ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে দূর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনা ওই চেয়ারম্যান প্রার্থী ও তার কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
বৃহস্পতিবার ও গত বুধবার রাতের কোন এক সময় কতিপয় দূর্বৃত্তরা আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুদ আল নূর (সজিব) এর ঈদ শুভেচ্ছা ব্যানার ও তার সমর্থীত নেতাকর্মীদের ব্যানার ছিড়ে ফেলে।
মাসুদ আল নূর সজিব আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নূরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, মাসুদ আল নূর সজিব করোনাকালীন সময়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সহযোগিতা করে থাকেন। এছাড়া শিমুলিয়ায় তার জনপ্রিয়তা সহ্য করতে না পেরে একটা মহল এই ন্যক্কারজনক কাজ করেছে। তার জনপ্রিয়তা দেখে হিংসাত্বক নোংরা রাজনীতিতে মেতে ওঠছে কিছু লোক। ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার বিষয়টি আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, যারা এই ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রকিবুল ইসলাম বাবুল জানান, ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সেই সাথে তিনি হুশিয়ারি দিয়ে বলেন,আমার ইউনিয়নের দলীয় কোন নেতাকর্মীরাও যদি এমন কর্মকান্ডের সাথে জড়িত থাকেন এমন প্রমাণ মিললে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে শিমুলিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী মাসুদ আল নূর সজিব বলেন, ইউনিয়নের বিভিন্ন স্থানে টাঙ্গানো ব্যানার ও ফেস্টুন শত্রুতামূলকভাবে কে বা কারা রাতের আধারে ছিড়ে ফেলেছে। যার ফলে দলীয় ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমি এলাকায় করোনাকালীন ত্রান এর কার্যক্রম চালানো এবং ঈদ শুভেচ্ছা দেয়ার পরপরই কে বা কারা এই ব্যানার কেটে ফেলে ও কিছু ব্যানার চুরি করে নিয়ে যায়।বিষয় টি খুবই দুঃখ জনক,এধরনের কর্মকান্ড যারা করেছে তাদের যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। এব্যাপারে তিনি থানায় অভিযোগ করবেন বলেও জানান।