Header Image

ময়মনসিংহে লকডাউনের ৯ম দিনে ২১৩ মামলায় জরিমানা-১,৯২,৪৯০ টাকা

 

আরিফ রববানী, ময়মনসিংহ।।

করোনাভাইরাস রোধে সরকার আরোপিত কঠোর লকডাউনের নবম দিনে শনিবার (৩১ জুলাই) ময়মনসিংহ জেলায় ২১৩ মামলায়-১,৯২,৪৯০
এক লাখ বিরানব্বই হাজার ৪৯০ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের নিয়োজিত এক্সিকিউটিভ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১১৭মামলায় ৬৫ হাজার ৮০০টাকা, উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৭৪ মামলায় এক লাখ তিন হাজার ৯০ টাকা এবং সিটি করপোরেশন ২২মামলায় তেইশ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছে।

এসব তথ্য নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউন সফল করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এবারের লকডাউন বাস্তবায়নে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!