মৃদুল ধর ভাবন, আশুলিয়া প্রতিনিধিঃ
শিল্পাঞ্চল আশুলিয়ায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির চিত্র সাংবাদিক মনির হোসেনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।
শনিবার বেলা ১১টায় আশুলিয়া প্রেসক্লাবের উদ্যোগে বাইপাইলস্থ আশুলিয়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার মোজাফ্ফর হোসেন জয়ের নেতৃত্বে এবং আশুলিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা এসময় বলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির চিত্র সাংবাদিক মনির হোসেনের উপর হামলার তিব্র প্রতিবাদ জনায় ।
সমাবেশে এসময় সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে শিল্পাঞ্চল আশুলিয়ার ডেন্ডাবর আমিন মডেল টাউন এলাকায় একটি ‘অনুমোদনহীন’ বহুতল ভবনের সংবাদ সংগ্রহ করতে গেলে সন্ত্রাসী হামলা ও মারধরের শিকার হন বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির চিত্র সাংবাদিক মনির হোসেন। এঘটনায় ওইদিন দুজনকে আটক করে পুলিশ। ঘটনায় চিত্র সাংবাদিক মনির হোসেন বাদী হয়ে ৩জনের নাম উল্ল্যেখ সহ অঞ্জাতনামা ৮জনের নামে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন । এঘটনায় ২জনকে আটক করেছে পুলিশ।