Header Image

ময়মনসিংহে সর্বোচ্চ ৪৯৫ জন করোনা শনাক্ত, দিনে মৃত্যু ৬

ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেষ্টে ১৬১৭ জনের নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ ৪৯৫ করোনা শনাক্ত হয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। পরীক্ষা বিবেচনায় জেলায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৬১ শতাংশ।

সোমবার (২ আগষ্ট) সকালে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত বিজ্ঞপ্তি এই তথ্য জানানো করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় মৃতরা হলেন, সদর ও ত্রিশালে দুই জন করে এবং গৌরীপুর ও হালুয়াঘাটে ১ জন করে মারা গেছেন।

করোনায় আক্রান্ত ৪৯৫ জনের মাঝে সদরের ২৭৯ জন, নান্দাইলের ১৪ জন, ঈশ্বরগঞ্জের ১৫ জন, গৌরীপুরের ২১ জন, মুক্তাগাছায় ৩২ জন, ফুলবাড়িয়ার ১৬ জন, গফরগাঁওয়ের ৩০ জন, ভালুকায় ২৫ জন, ত্রিশালে ২৫ জন, ফুলপুরে ৫ জন, তারাকান্দায় ৭ জন, হালুয়াঘাট ২১ জন ও ধোবাউড়ায় ৫ জন করোনা শনাক্ত হয়েছেন।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলায় হোম আইসোলেশনে আছেন ৩৭৩৩ জন, হাসপাতালে চিকিৎসাধীন ১৪৫ জন ও গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ১৬৬জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!