সাইফুল ইসলাম তরফদারঃ
১৫১ময়মনসিংহ-৬, ফুলবাড়িয়া আসন থেকে প্রথম ধানের শীষের প্রতীকে নির্বাচিত প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আমিরুল ইসলাম হীরা মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৩জুলাই) বাদ মাগরিব উপজেলা বি এন পির নেতা জাকির হোসেন খান বাপ্পির উদ্যোগে ১৪তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়।
জানাযায়, মৃত্যুবার্ষিকীতে মিলাদ,দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।পরিবারের পক্ষে বক্তব্য রাখেন প্রয়াত এমপির সুযোগ্যপুত্র, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শাহ মোঃআলমগীর।
দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বি এন পির নেতা ও সাবেক ছাত্রদল নেতা জাকির হোসেন খান বাপ্পি,বি এন পির নেতা আব্দুল্লাহ, মোঃ খোরশেদ আলম, মোখলেছুর রহমান তোতা,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস, স্বেচ্ছাসেবকদলের উপজেলার আহবায়ক প্রাথী কুদরতি ই কামাল উজ্জ্বল, সাবেক ছাএনেতা মুন্জুরুল হক খান, শরিফুল ইসলাম,আব্দুর রউফ,মোঃ বাচ্চু খান প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল বাছেদ। বিএন পির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধা ও তাঁর রূহের মাগফিরাত কামনা করেন। আল্লাহ তায়ালা হীরা এম পি মহোদয় কে জান্নাতের সর্বোচ্চ মেহমান হিসেবে কবুল করে আমীন।নেতৃবৃন্দ বক্তব্য বলেন, মরহুম এম পি হীরা সহ প্রয়াত সকল নেতাকর্মীদের প্রতি রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।