Header Image

ময়মনসিংহে আওয়ামী লীগের ফিল্ড হাসপাতালের চিকিৎসায় উপকৃত হচ্ছে করোনা আক্রান্তরা

 

আরিফ রববানী, ময়মনসিংহ।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ব্যবস্থাপনায় ফিল্ড হাসপাতালের মাধ্যমে চিকিৎসা প্রদানে করোনায় আক্রান্ত রোগীরা উপকৃত হচ্ছে। গত ১৫ জুলাই রাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু এই
ফিল্ড হাসপাতালের উদ্বোধন করার পর থেকে হাসপাতালেের চিকিৎসা সেবায় ব্যাপক সাড়া জেগেছে।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি এম এ ওয়াহেদের পৃষ্ঠপোষকতায় ১৫ নগরীর কৃষ্টপুরে নিরাময় ক্লিনিকে জেলা আওয়ামী লীগের সার্বিক ব্যবস্থাপনায় ফিল্ড হাসপাতালটি চালু করা হয়। করোনা আক্রান্তদের সহায়তায় ফিল্ড হাসপাতালের জন্য এম এ ওয়াহেদ ১৫টি সিলিন্ডারসহ যাবতীয় চিকিৎসা সামগ্রী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর কাছে হস্তান্তর করেন।

করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে বিশিষ্ট শিল্পপতি দানবীর এম এ ওয়াহেদ মহানুভাবতার হাত বাড়িয়ে মানুষের সহায়তায় অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী প্রদান করায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এম এ ওয়াহেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান। ডা. মমিনুর রহমান জিন্নাহর তত্ত্বাবধানে জেলা আওয়ামী লীগের সার্বিক ব্যবস্থাপনায় একটি প্রশিক্ষিত টিম করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করবে।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মমিনুর রহমান জিন্নাহর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুলের পরিচালনায় ফিল্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুছ, বিএমএ ময়মনসিংহের সভাপতি ডা. মতিউর রহমান ভুইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, ড. সামীঊল আলম লিটন, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন খান, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, ত্রাণবিষয়ক সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাষানী, সম্মানিত সদস্য অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম প্রমুখ। এছাাড়াও নগরীর পাদ্রী মিশন সড়কে করোনা প্রতিরোধে ফিল্ড হাসপাতালে বিশিষ্ট শিল্প পতি আওয়ামীলীগ নেতা এম এ ওয়াহেদ ৫০টি অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সরজ্ঞাম প্রদান করেন। অনুষ্ঠানে সিটি মেয়র ইকরামুল হক টিটু প্রধান অতিথি হিসেবে এসব গ্রহন ও বক্তব্য রাখেন।

নগরীর পাদ্রী মিশন সড়কে জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোমিনুর রহমান জিন্নাহ’র নিরাময় ক্লিনিকটিকে করোনা প্রতিরোধে ফিল্ড হাসপাতাল করা হয়েছে। এই হাসপাতালে করোনার রোগীর জন্য অক্সিজেন সেবাসহ ৫০টি বেড রয়েছে। করোনা প্রতিরোধে ময়মনসিংহ ফিল্ড হাসপাতালে বিনা মুল্যে করোনা রোগীর ঔষধসহ সকল প্রকার সেবা দেয়া হচ্ছে বলে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ জনিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!