আরিফ রববানী, ময়মনসিংহ।।
ময়মনসিংহে করোনায় করোনায় জনগণকে সুরক্ষিত রাখতে চেকপোস্টের মাধ্যমে অভিযান,সন্ত্রাস, চাঁদাবাজ,ছিনতাই, চোরাকারবারী নির্মুলসহ যেকোন ধরনের অপরাধ নির্মুলের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করণে করোনা পরিস্থিতিতে নিজের জীবন বাজী রেখে রাত-দিন শ্রম দিচ্ছেন জেলা পুলিশ।মাদকের বিরুদ্ধেও জেহাদ চালিয়ে যাচ্ছেন জেলা পুলিশ। সবকিছু মিলিয়ে পুলিশ জনগণের বন্ধু প্রমাণ করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ। সেই ধারাবাহিকতা জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ নেতৃত্বে গোয়েন্দা পুলিশের এসআই মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা ও গাঁজা বহনের ব্যবহৃত ০১টি পুরাত হলুদ রংয়ের পুরাতন ট্রাকসহ ৩ মাদক ব্যবসায়ী কে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার ৪ঠা আগষ্ট রাত ৯টা ৪৫মিনিটে জেলার কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ রঘুরামপুর নলুয়াপাড়া সাকিনস্থ জনৈক শাহআলম এর চায়ের দোকানের সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ গামী পাকা রাস্তার পার্শ্বে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন গোলগাঁও এলাকার জাকির হোসেন এর পুত্র আরিফুল ইসলাম ওরফে ফয়সাল (২৩) গাজীপুর এলাকার লতিফ মিয়ার পুত্র সবুজুল ইসলাম ওরফে মোর্শেদ (২৫) কুমিল্লার লামপুর এলাকার ওয়াদুদ আলীর পুত্র দিপু (২০)। । এসময় তাদের নিকট থেকে মাদক সরবরাহ কাজে ব্যবহ্রত ০১টি পুরাত হলুদ রংয়ের পুরাতন ট্রাক জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।তিনি জানান-গ্রেফতারকৃত আসামীদেরকে ০৫ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।