
আরিফ রববানী, ময়মনসিংহ।।
ময়মনসিংহের তারাকান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যোষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শেখ কামালের আত্মার মাগফেরাত কামনায় ও খুনীদের দৃষ্টান্ত মোলক শাস্তির দাবী করে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এড,ফজলুল হক,সহকারী কমিশনার জিন্নাত শহীদ পিংকী, অফিসার ইনচার্জ আবুল খায়ের,ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,সালমা আক্তার কাকলী,উপজেলা আ,লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী, সাধারন সম্পাদক বাবুল মিয়া সরকার,সকল ইউপি চেয়ারম্যান,উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মী এবং বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
১৯৪৯ সালের ৫ই আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালো রাতে মাত্র ২৬ বছর বয়সে বাবা-মা ভাইসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকে নির্মমভাবে হত্যা করে পাপিষ্ঠ ঘাতকেরা। মাত্র ২৩ বছর বয়সে দেশের প্রথম আধুনিক ক্লাবের জন্ম দিয়েছিলেন শেখ কামাল। তার হাতে ১৯৭২ সালে গড়া আবাহনী লিমিটেড এখন পর্যন্ত দেশে ও দেশের বাইরে ব্যাপক সুনাম অর্জন করে চলছেন।