করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২ নবজাতক চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকাল ৬ টা বেজে ১৫ মিনিটে মমেক হাসপাতাল করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনায় আক্রান্ত নবজাতকের একজনের বয়স ২৩ দিন। ওই নবজাতক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মানিক মিয়া ও নিলুফার সন্তান। করোনা আক্রান্তের পাশাপাশি ওই নবজাতক নিউমোনিয়ায় আক্রান্ত।
অপরজন নবজাতকের বয়স ১৩ দিন। ওই নবজাতক জেলার তারাকান্দা উপজেলার লিটন মিয়া ও রানু আক্তার দম্পত্তির সন্তান। করোনা আক্রান্তের পাশাপাশি ওই নবজাতক নিউমোনিয়ায় আক্রান্ত।
তিনি আরও বলেন, জুলাই মাস থেকে এ পর্যন্ত মোট ১০ নবজাতককের চিকিৎসা দেয়া হয়েছে। ৮ নবজাতক সুস্থ হয়েছে। বর্তমানে দুইজন চিকিৎসাধীন আছেন।