Header Image

ময়মনসিংহে ৩২ নং ওয়ার্ড জাতীয় কৃষক পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত

 

ষ্টাফ রিপোর্টারঃ

জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ নগরীর ৩২নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা ব্যাপক ঝাক-জমক উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৬ই আগষ্ট বিকালে অনুষ্ঠিত পরিচিত সভায় ৩২ নং ওয়াড কমিটির আহবায়ক মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে- আগামী দিনে পল্লীবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে গতিশীল ও শক্তিশালী করতে জাতীয় কৃষক পার্টির নেতৃবৃন্দ কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য আবু বক্কর সিদ্দিক।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কৃষক পার্টির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি রুবেল আলি এসডি রুবেল। পরিচিতি সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা জাতীয় কৃষক পার্টির যুগ্ম আহবায়ক মো হারুন অর রশিদ, মো হাতেম আলী। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হুমায়ুন কবির।

৩২ নং ওয়াড কৃষক পাটির সদস্য সচিব জনাব মনিরুল ইসলাম মহনের সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি অধ্যাপক আব্দুস ছাত্তার সবুজ মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া, জাতীয় কৃষক পার্টির ময়মনসিংহ জেলার সদস্য সচিব এমদাদুল হক মিলন। আলোচনা সভার শেষ প্রান্তে জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি রুবেল আলী
এস ডি রুবেল উপস্থিত সকলের মাঝে ৫১ সদস্য বিশিষ্ট ৩২ নং ওয়াড জাতীয় কৃষক পাটির সদস্যদের পরিচর করিয়ে দেন। এছাড়াও পরিচিতি সভায় জাতীয় পার্টি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!