Header Image

ময়মনসিংহ মেডিকেলে করোনায় সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) মমেক হাসপাতাল করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের সিরাজুল হক (৫৫), আবদুল সালাম (৮০), ভালুকার আব্দুল হামিদ (৭২), মুক্তাগাছার নুরুল হক (৮৪), আছিয়া খাতুন (১০০), নেত্রকোনা সদরের সাদেক (৪৯), পুষ্পা (৩০), পুর্বধলার আব্দুল করিম (৫৫), আটপাড়ার মাহামুদুল হাসান (৬৫), কলমাকান্দার আব্দুল মজিদ (৬৭), মদনের মাহবুব (৬৫), টাঙ্গাইল আব্দুল সামাদ (৬৫), সখিপুরের সানোয়ার হোসাইন (৮৫), জামালপুর সদরের আবদুল মজিদ (৭০), হাজেরা বেগম (৬০), গাজীপুর শ্রীপুরের সিরাজুল ইসলাম (৮৫)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের শাহাবুদ্দিন (৫৭), আব্দুর রহিম (৭০), নান্দাইলের নজরুল ইসলাম (৭০), ফুলপুরের মুজিবুর রহমান (৬৫), তারাকান্দার হোসেন আলী (৬৫), নূরজাহান (৫৫), হালুয়াঘাটের সাইয়িদ আলী (৭৯), নেত্রকোনা পুর্বধলার সালেমা বেগম (৫৮), মদনের আছিয়া বেগম (৭৫), দুর্গাপুরের আব্দুর রশীদ (৬৫), জামালপুর দেওয়ানগঞ্জের ইমাম হোসেন (২৬), সরিষাবাড়ির মহেজা বেগম (৬৫), সুনামগঞ্জ জামালগঞ্জের সুধারঞ্জন সরকার (৫০), শেরপুর সদরের ফিরুজা (৬৫)।

তিনি আরও বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ২৩ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে রোগী ৫২৫ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ১ হাজার ৭১১ টি নমুনা পরীক্ষা করে মোট ৪০২ জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৪৯ শতাংশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!