আরিফ রববানী, ময়মনসিংহ।।
সারাদেশের মতো তারাকান্দা উপজেলাতও গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল থেকেই প্রতিটি টিকাকেন্দ্রে টিকা নিতে আগ্রহীদের ভিড় দেখা গেছে। সকাল থেকে টিকা গ্রহণকারীরা টিকাকেন্দ্রে ছুটেন টিকা নিতে। অনেকের মাঝে উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশ লক্ষ করা যায়। উপজেলার টি ইউনিয়ন মোট ১০টি ইউনিয়নে ১০টা কেন্দ্রে ৩০টা বুথে ৬হাজার ডোজ গণটিকা দেওয়ার লক্ষ্য নিয়ে সকাল থেকেই টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রতিটি বুথে ২শ’ লোক চীনের সিনোফার্মার প্রথম ডোজ টিকা প্রদান করেন। তথ্যটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিশ্চিত করে, শনিবার (৭ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ৬ হাজার জনকে গণটিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।
এদিকে টিকাকেন্দ্রে যাওয়া প্রত্যেককে নিবন্ধন করে টিকা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। টিকাদানকেন্দ্রে বয়োজ্যেষ্ঠ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করা হচ্ছে। সকালে উপজেলার প্রায় কয়েকটি কেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ জাহাঙ্গীর আলম, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার
জনাব মিজাবে রহমত, সহকারী কমিশনার (ভূমি),
জিন্নাত শহীদ পিংকিসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম- সবাইকে আগ্রহ সহকারে টিকা নেওয়ার জন্য অনুরোধ করেন। বিনামূল্যে জনগণের জন্য টিকা কার্যক্রম চালু করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান উপজেলা মিজাবে রহমত ।