Header Image

ভালুকায় গণটিকাদান শুরু

আনোয়ার হোসেন তরফদারঃ
প্রাাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ছয় দিনব্যাপী কর্মসূচি আগেই ঘোষণা করা হলেও এরই মধ্যে কিছু প্রতিবন্ধকতার জন্য দুটি পরিবর্তন আনা হয়েছে। প্রথমে এক কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য ঘোষণা করা হলেও তা দুই-তৃতীয়াংশেরও বেশি কমিয়ে ৩২ লাখ করা হয়েছে। এর ধারাহাবিকতায় ভালুকায় গণটিকাদান শুরু হয়েছে।
সূত্র জানায়,  উপজেলার ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে ১১টি ইউনিয়নের বিভিন্ন স্থানে টিকা দেয়া শুরু হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত ওই কর্মসূচিতে ৬হাজার ৫শত আটানব্বই জনকে করোনার টিকা দেয়া হয়েছে। স্থানীয় প্রসাশন ও জনপ্রতিনিধিগণ কেন্দ্রগুলো পরিদর্শন করছেন। বয়স্ক ও প্রতিবন্ধিদের টিকা দানে অগ্রধিকার দেয়া হচ্ছে বলে জানান আয়োজকরা।
ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মাফুজ আরা বেগম ভ্যাকসিনেশন ক্যাম্পেইনগুলো পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!