Header Image

অফিসার্স ক্লাব ময়মনসিংহ সদরের উদ্যোগে ওসি ফিরোজ তালুকদারের বিদায় সংবর্ধনা

 

আরিফ রববানী, ময়মনসিংহ।।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার বিদায় হয়ে নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষ্যে অফিসার্স ক্লাব ময়মনসিংহ সদরের আয়োজনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদ হল রুমে অফিসার্স ক্লাব ময়মনসিংহ সদরের সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট এবং ফুল দিয়ে বিদায় সংবর্ধনা দেন অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দরা।

অফসার্স ক্লাবের সাধারন সম্পাদক ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজার সঞ্চালনায় ও সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনায় বক্তারা ওসি ফিরোজ তালুকদারের থানায় যোগদানের পর থেকে এলাকার আইনশৃঙ্খলা উন্নয়নে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখায় তার অবদানের কথা তুলে ধরে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, এবং আগামীতেও তার কর্মস্থলে একইভাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে পুলিশ এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় ওসি ফিরোজ তালুকদার তার বিদায়ী বক্তব্যে বলেন, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকার মানুষের সাথে কাজ করতে গিয়ে তাদের সাথে আত্মার সাথে সর্ম্পক হয়ে গেছে। কাজ করতে গিয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা ও স্থানীয় এলাকার লোকজন অনেক সহযোগিতা করেছেন, এ জন্য বিদায় বেলায় ধন্যবাদ দিয়ে কাউকে ছোট করতে চাই না। আপনারা আমার জন্যে দোয়া করবেন, যেন নতুন স্থানে গিয়ে সততার সাথে এলাকার জনগণকে আইনী সহযোগিতা করার মাধ্যমে মুজিব বর্ষের অঙীকার-পুলিশ হবে জনতার সরকারের এই প্রতিপাদ্য বাস্তবায়ন করতে পারি। বিদায় সংবর্ধনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। উপজেলা প্রশাসনের সকল ষ্টাফ, ময়মনসিংহের কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীর ও অফিসার্স ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসি ফিরোজ তালুকদার কোতোয়ালী মডেল থানায় দীর্ঘদিন সততার সাথে দায়িত্ব পালন শেষে বিদায় নিয়ে তার নতুন কর্মস্থল স্পেশাল ব্রাঞ্চ, ঢাকায়, অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ কোতোয়ালী মডেল থানার নতুন ওসি হিসাবে যোগদান করবেন বলে সুত্র মতে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!