ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক করোনা পজেটিভ হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাস ভবনে আইসোলেশনে আছেন।
বুধবার (১১ আগষ্ট) বিকেল সোয়া ৪টায় তিনিই এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, গত মঙ্গলবার করোনা টেষ্ট করার পর রির্পোট পজেটিভ এসেছে। তবে বর্তমানে আমি সুস্থ আছি এবং বাসায় অবস্থান করছি।
এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করে বলেন, করোনার এ দুর্যোগে সবাইকে সচেতন থাকতে হবে। মানতে হবে স্বাস্থ্য বিধি। প্রয়োজনে ঘরের বাইরে গেলে মাক্স পরিধান নিশ্চিত করতে হবে। এ জন্য তিনি সবাইকে টিকা গ্রহন করে আরো বেশি সচেতন হবার আহবান জানান।