আরিফ রববানী, ময়মনসিংহ।।
“মুজিববর্ষে অঙ্গিকার করি-সোনার বাংলা সবুজ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর যৌথ উদ্যোগে পুলিশের সকল ইউনিটে একযোগে সামাজিক বনায়ন কর্মসূচির আয়োজন করা হয়।তার ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা পুলিশ ও পুনাক ময়মনসিংহ বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে। এর লক্ষ্যে পুলিশ লাইনে নানা প্রজাতির ফলদ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।
বুধবার সকালে ১১টায় এ একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি ও পুনাকের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়। এ কর্মসূচি সফল করতে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে ১০ টি ফলদ ও ঔষধি গাছের চারা রোপন করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহের উপদেষ্টা
ফাতেহা পারভীন লুনা, ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ এর সভানেত্রী মিসেস কানিজ আহমার, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা।এসময় পুনাক সদস্যগণ সহ রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।