ফুলবাড়িয়া (ময়মনসিংহ)প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদল, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো’র ৫২তম শুভ জন্মদিনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার( ১৪আগষ্ট)বিকেলে পৌর সদরে বি এন পির নেতা জাকির হোসেন খান বাপ্পি চেম্বারে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার এর পক্ষে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল আয়োজন করেছে আরাফাত রহমান কোকো’র শুভ জন্মদিন ।
দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মাখন, উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আলামিন, পৌর ছাত্রদলের আহবায়ক হাসমত আলী মন্ডল, সদস্য সচিব মারুফ খান, কলেজ ছাত্রদলের আহবায়ক রোমান, সদস্য সচিব আবু রায়হান প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত হয়।