শুক্র বার সন্ধায়, আস্তানা, ঢাকায় সমিতির নির্বাহী সভাপতি বীরমুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও মহাসচিব সুপারিনটেনডেন্ট ইন্জি: আব্দুর রাজ্জাক ও বীর মুক্তি যোদ্বা আব্দুল কুদ্দুস খান এর উপস্হাপনায় অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি সাবেক যুগ্ম সচিব ক্যাপ্টেন (অব:) জামিলুর রহমান খান অসুস্হ থাকায় বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুল সভার সভাপতির দায়িত্ব পালন করেন। সভায় সর্ব সম্মতিক্রমে জনাব জহিরুল ইসলাম জহির ডিসি(ট্যাক্স)কে আহ্বায়ক, এম এ মান্নান কে সদস্য, ইন্জি: ইলিয়াস লিটন কে সদস্য ও হিমালয় গ্রুপ এর চেয়ারম্যান মিজানুর রহমান মিজান কে সদস্য করে ০৪(চার) সদস্য বিশিষ্ট করোনা মোকাবেলায় ত্রান কমিটি গঠন করা হয়।উক্ত ত্রান কমিটি ২ সপ্তাহের মধ্যে ত্রান সামগ্রী সংগ্রহ করে ময়মনসিংহে পৌছানোর ব্যবস্হা গ্রহন করবেন। আরো সিদ্বীন্ত হয় যে, ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা,পূর্বে গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাহফিজুর রহমান বাবুল ও সদস্য সচিব প্রফেসর ড. সাইফুল মজিদ( চেয়ারম্যন, গ্রামীন ব্যাংক) কমিটি পরিবর্ধন, সংযোজন ও বিয়োজন করত: আগামী ডিসেম্বর২০২১ এর মাঝে ই নতুন কমিটি উপহাড় দিবেন। করোনা না কমলে ভার্চুয়ালী সভা করে হলেও নতুন কমিটি ঘোষনা করতে হবে।
আগামী ০১ সপ্তাহের মধ্যেই জাতির পিতা শ্রদ্বেয় বঙ্গ বন্ধুর মৃত্যু বার্ষিকী উপ লক্ষে আরেক টি ভার্চুয়াল সভার আয়োজন করার বিষয়ে সংগ্রামী মহা সচিব ইন্জি: আব্দুর রাজ্জাক কে দায়িত্ব প্রদান করা হয়। উক্ত আলোচনায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ সভা পতি ও গ্রামীন ব্যাংকে র মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড.সাইফুল মজিদ, সমিতির সহ সভাপতি ও ময়মনসিংহ জিলা সমিতি ঢাকা র সভাপতি শিল্পপতি জ্বনাব এ ডি এম সালাউদ্দীন হুমায়ুন, সহ সভাপতি ও যুব মন্ত্রনালয়ের পরিচালক, মো: আতিকুজ্জামান খান,প্রফেসর ড: হারাধন দাস,প্রফেসর ড:আজিজুর রহমান সাইকী, সমিতির সহ সভাপতি ড. নাজলীন জাহান পপী,জহিরুল ইসলাম জহির( ডিসি/ট্যাক্স),বাবু জিতেন্দ্র চন্দ্র বর্মন,সম্মানিত সদস্য ইন্জি: ঈশরাফ হোসেন, শিল্প পতি মামুনুর রশীদ, প্রফেসর আকবর সিরাজী, এম এ মান্নান,প্রফেসর বজলুর রশীদ, এড.সায়িদুল করিম খান নসরত,অতিরিক্ত মহা সচিব হেলাল উদ্দীন,হাবিবুর রহমান তালুকদার, এস এম আকাশ, ড. প্রফেসর রাকিব, এড.ড. আওরঙ্গজেব বেলাল, ছাত্র নেতা সোহান খান,লতিফুল ইসলাম নিপুল, মিজানুর রহমান মিজান, কবি লিলি হক,সাইফুদ্দীন মনি,হেলালউদ্দীন( তালতলা), ইন্জি: সায়েম, রীনা পন্ডিত,মাওলানা আজিজুর রহমান,মো: জলিল( জামালপুর),ড. আবু শাহরিয়ার তপন,প্রফেসর গোলাম রাব্বানী, ইন্জি: ইলিয়াস হোসেন লিটন,নাসির ধূমকেতু, প্রিন্সিপ্যাল কামরুজ্জামান মামুন, সোলায়মান হোসেন,মো: আসাদ উল্লাহ, এড. রুহুল আমিন, গোলাম রাব্বানী, আমিনুল ইসলাম,নুরুল ইসলাম সুজন, আদনান শাহরিয়ার নাজিন,মাহরুজ তালাল দাইয়ান, নাসরীদ ইসমাইল ও নুরুল ইসলাম নাহিদ প্রমূখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে , জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী শ্রদ্বেয় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে, ময়মনসিংহ নাগরিক আন্দোলনের প্রয়াত সভাপতি এড. আনিসুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে, ময়মনসিংহ বিভাগে করোনায় মৃত্যু বরনকারীদের আত্মার মাগফিরাত কামনা করে, ও অসুস্হদের রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, ডিসি( ট্যাক্স)আলহাজ্ব মাওলানা জহিরুল ইসলাম জহির। আমিন।