সালমা বেগ
***********
অবরুদ্ধকালে ভালোবাসা রেখেছি গোপন আমি
সে কথা কেউ না জানুক পৃথিবী জানে আর জানে অন্তর্যামী;
আকাশে রঙধনু দেখে ভালোবাসি কখনো বলিনি
নদীর কল্লোল দিয়ে বিশ্বাস করিনি বিকিকিনি;
কিন্নর হাসির ফোয়ারা স্থবির হয়েছে অবহেলায়
সরোসি-কিনারে অবিরাম নিশিবক ডেকে যায়।^
একাদোশী চন্দ্রালোকে ছেয়ে যায় নীলাকাশ
তোমার স্মরণে খরাক্লিষ্ট বুকে জাগে দীর্ঘশ্বাস।
বৃষ্টি হয়ে ঝরে শিশির কণায় ধুয়ে দিতে চাই দু’চরণ
তোমার নামের যাদু মন্ত্র-মগ্নতায় করি উচ্চারণ।
তুমি ছিলে তুমি আজো ভাষ্কর্যে ভাস্বর
হে বিদেহী বীর কে ভাঙে ভাষ্কর্য কে সেই তস্কর!
স্বপ্নে বোনা সোনার বাংলায় তুমি চিরঞ্জীব
বঙ্গদেশের জাতির পিতা তুমি হে মুজিব।