আরিফ রববানী, ময়মনসিংহ।।
ময়মনসিংহের সদর উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলা প্রশাসন। দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার সকালে উপজেলা প্রশাসন চত্তরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাড়াও উপজেলা প্রশাসন অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া পুর্ববর্তী আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন,।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিনসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীরা।
এর আগে সকাল নয়টায় উপজেলা প্রশাসন কার্যালয়ে পতাকা উত্তোলন, র্যালী, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।