
মোঃ ফাহাদ শেখ, চাঁদপুর সদর প্রতিনিধিঃ
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী আজ।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছে আজ। তারই প্রেক্ষিতে চাঁদপুর সদর ১২ নং চান্দ্রা ইউনিয়নে জাতির পিতার স্মরণে বৈশ্বিক করোনা মহামারির কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক ও দোয়া মিলাদ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বাদ আসর নামাজ আদায়ের পর ১২ নং চান্দ্রা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে দোয়া ও মিলাদ এর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চান্দ্রা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি, মোঃ খানজাহান আলী কালু পাটোয়ারী, আরো উপস্থিত ছিলেন ১২ নং চান্দ্রা ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাফাজ্জল খান,যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল বাশার খন্দকার, সাংগঠনিক সম্পাদক মোঃখালেকুজ্জামান রনি,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আবু সুফিয়ান বেপারী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া, তাছাড়া আরও উপস্থিত ছিলেন ইউপি মেম্বার মোঃ আক্তার খান,খলিলুর রহমান, মোঃমিজানুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় উপস্থিত থাকা সর্বস্তরের মুসল্লিগণ এর সামনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান মোঃখান জাহান আলী কালু পাটওয়ারী তিনি বক্তব্যে বলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে সেনাবাহিনীর কয়েকজন বিপথগামী সদস্য বঙ্গবন্ধুর ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুসহ তার সপরিবারে হত্যা করে। তাছাড়া ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।
পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নীপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।
এ সময় তিনি আরো বলেন জাতির পিতার স্মরণে আমরা ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক মসজিদ গুলোতে একই সময়ে দোওয়া ও মিলাদের আয়োজন করেছি। সর্বশেষ তিনি আরো বলেন আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা একেক করে যেভাবে তার বাবার হত্যাকারীদের শাস্তির আওতায় এনে শাস্তি প্রদান করতেছে তার ফলশ্রুতিতে হয়তোবা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার মূল লক্ষ্যে পৌঁছাতে পারবে।
সর্বোপরি বঙ্গবন্ধুর রুহের মাগফেরাতের দোয়া ও মোনাজাত করেন ১২ নং চান্দ্রা ইউনিয়ন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আল আমিন হোসাইন।