সাইফুল ইসলাম তরফদারঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পৌর সদরে হাজী রোডস্থ প্রেসক্লাব ফুলবাড়িয়ার কার্যালয় জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার বাদ মাগরিব প্রেসক্লাব ফুলবাড়িয়ার সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তরফদারের সভাপতিত্বে সঞ্চালনায় সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি এড.কেবি এম আমিনুল ইসলাম খাইরুল।
প্রধান অতিথি এড.খাইরুল বক্তব্যে বলেন, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বাষিকী
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে সেনাবাহিনীর কয়েকজন বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।
তিনি আরো বলেন, পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নীপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের প্রায়১৬ জন সদস্য ও ঐ সময় বঙ্গবন্ধু দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।
বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রুল মডেল।বঙ্গবন্ধু যদি পরিণত বয়সে মৃত্যুবরণ করতেন, দেশ পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র হিসেবে পরিণত হতো। আমরা মুক্তিযোদ্ধের চেতনা বিশ্বাসী । আমাদের চেতনাকে ধ্বংস করার জন্য বি এন পি জামাত জোট সরকার উঠে পরে লেগেছিল। একটি মহল দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল । বঙ্গবন্ধুকে হত্যা করে দেশ পিছিয়ে দেওয়া হয়েছে। আপনাদের কলমের মাধ্যমে সঠিক ইতিহাস তুলে ধরবেন। আমাদেরকে বি এন পি সরকার ১৫আগস্ট ৩ নভেম্বর করতে দেয়নি। আজ মুক্তিযোদ্ধের চেতনায় রুল মডেল বাংলাদেশ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুর রহমান রবি,সাংবাদিক এস এম গোলাম ফারুক আকন্দ, মোঃ আশরাফুল ইসলাম আসাদ , শফিকুল ইসলাম, মির্জা মনজুরুল হক, আব্দুল কাদের আকন্দ, মোঃ ফজলুল হক, আনন্দ মোহন পাল, আব্দুল কাদের আকন্দ ,কালাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল হাসান, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রনজু আহাম্মেদ খান,মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ আব্দুল করিম প্রমুখ।