Header Image

বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে গোসাইরহাট উপজেলায় অসহায় শিল্পীদের মাঝে আর্থিক অনুদান

গোসাইরহাট (উপজেলা) প্রতিনিধি ঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ১৫ ই আগস্ট তাই এই দিনটি জাতীয় শোক দিবস তাই রাষ্ট্রীয় রাজনীতি পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক ব্যক্তিগত সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বিনম্র শ্রদ্ধার সাথে পালন করেছেন।

জাতির শোকের এইদিনে করোনাকালীন অসচ্ছল সাংস্কৃতিক শিল্পীদের মাঝে শেখ হাসিনা সরকারের পক্ষ হতে বিশেষ অনুদানের অংশ হিসেবে নগদ আর্থিক সহযোগিতা করা হয়।

জাতীয় শোক দিবসের মিলাদ ও দোয়া স্মরণ সভা অনুষ্ঠান শেষে উপজেলা হল রুমে অসচ্ছল সুবিধা বঞ্চিত অবহেলিত সংস্কৃতি-বিনোদন শিল্পীদের মাঝে এই সহযোগিতা করেন।

এ সময় সময় গোসাইরহাট উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসাইন। গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত উপস্থিত হয়ে নগদ অর্থ প্রদান করে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতির মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে স্বাধীনভাবে প্রচলিত করার লক্ষে বঙ্গবন্ধুর শিক্ষাজীবন চিন্তাধারা এই সংগীতজগতে তুলে ধরা রাখার জন্য উৎসাহ সেই যোগানো প্রচলিত ধারা অব্যাহত রাখার জন্য পপ্রান্তিক অঞ্চলের সংস্কৃতি জনগোষ্ঠীর মাঝে।

যারা পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে জড়িয়ে আছেন তাদের মধ্যে থেকে অনেকেই অসহায় রয়েছেন বিশেষ করে করোনাকালীন সময়ে দুঃসহ দিন কাটাছেন সেইসব শিল্পীদের মধ্য থেকে গোসাইরহাট শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন স্বপন উপস্থিত থেকে থেকে মোট ১০ জন শিল্পীদের মাঝে প্রত্যেককে ২৫০০ করে, মোট ২৫০০০ হাজার টাকা নগদ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!