প্রেস বিজ্ঞপ্তিঃ
বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি’র আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর সন্তান সাদ এরশাদ এমপি।
সোমবার (১৬ই আগষ্ট) বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,মামুন হাসান প্রেরিত এক বার্তায় তিনি জানান-
মাননীয় বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি বর্তমানে ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউ তে চিকিৎসাধীন আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসা চলছে।তাঁর পুত্র রাহ্গীর আলমাহি সাদ এরশাদ এমপি বিরোধীদলীয় নেতার আরোগ্য কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, বিরোধীদলীয় নেতার করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।