Header Image

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হতে ত্রিশালে আ’লীগ নেতা ইকবাল হোসেনের আহবান

 

আরিফ রববানী, ময়মনসিংহ।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে গভীরভাবে ভালবাসতেন বলেই এ জাতির অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর সাহস, আপোষহীনতা, দেশপ্রেম ও মানুষের জন্য ভালবাসা এই গুণগুলোকে আমরা ধারণ ও বাস্তবায়ন করতে পারলেই বঙ্গবন্ধুর প্রতি পরিপূর্ণ সম্মান জানাতে পারব। এসময় বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগকে সংগঠিত করতে তৃণমূল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক প্রবীণ রাজনীতিবিধ ফজলে রাব্বী।

মঙ্গলবার (১৭ই আগষ্ট) বিকেলে উপজেলার কাঁঠাল ইউনিয়ন তাতীলীগ ও মহিলা আওয়ামীলীগের যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ-দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের প্রতি এই আহবান জানান।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অবিসংবাদিত নেতা এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন তাঁর ছায়াসঙ্গী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও বেগম মুজিব, তাদের দুই পুত্র, দুই পুত্রবধূ ও শিশু শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করা হয়। এসময় ১৫ আগস্টে শহীদ সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী।

অনুষ্ঠানের উদ্ভোধনী বক্তব্যে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন বলেন- বঙ্গবন্ধুর আর্দশকে সামনে রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নে ভুমিকা রাখতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

ইউনিয়ন তাতীলীগের আহবায়ক আব্দুল মালেক এর সভাপতিত্বে ও ত্রিশাল উপজেলা তাতীলীগের সদস্য সচিব কামরজ্জামান মিন্টুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ফেরদৌস আলম, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আসলাম উদ্দিন সরকার, সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম (শাহজাহান মাষ্টার),উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুল আলম পারভেজ,আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক ডাঃ কবীর রায়হান, মঠবাড়ী ইউনিয়ন আওয়ামিলীগের সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম,কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মতিউর রহমান নয়ন, কাঠাল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবুল হোসেন রকি,বইলর ইউনিয়ন তাতীলীগের আহবায়ক হুমায়ুন কবীর,ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন,উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মালেক,উপজেলা তাতীলীগের সদস্য হাসানুজ্জামান নয়ন,মঠবাড়ী ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক তফাজ্জল হোসেন,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!