Header Image

১১২ বছরের প্রবীণ ইয়াকুব আলী শেখ আর নেই

সাইফুল ইসলাম তরফদারঃ

ময়মনসিংহে ১১২ বছর বয়সী প্রবীণ ব্যক্তি মো: ইয়াকুব আলী শেখ আর নেই। তিনি জেলার ত্রিশাল উপজেলার কাঠাঁল তেতুলিয়াপাড়া গ্রামের মরহুম আছম আলী শেখের পুত্র ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি সাংবাদিক মো: আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীরের নানা। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন।

মঙ্গলবার (১৭ আগষ্ট) দুপুর ২টায় স্থানীয় কাঠাঁল স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে শায়িত করা হয়। জানাযায় মরহুমের সুহৃদ-স্বজন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশ গ্রহন করেন।

মরহুমের ছোট পুত্র মো: লিয়াকত আলী জানান, র্দীঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার দিবাগত রাত ১০টার দিকে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৬ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ১১২ বছর। তিনিই ছিলেন এলাকার সবচেয়ে প্রবীণ ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!