Header Image

ভালুকায় বালির ট্রলারের ধাক্কায় ঝরলো ২ প্রান

 

আনোয়ার হোসেন তরফদার ঃ

ময়মনসিংহের ভালুকায় আনন্দ ভ্রমণে গিয়ে দুর্ঘটনার কবলে ভালুকা সরকারী হাসপাতালের চিকিৎসকদের একটি ট্রলার।এতে দইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে খিরু নদীতে আনন্দ ভ্রমণ শেষে ফেরার পথে চিকিৎসকদের ওই ট্রলারের সঙ্গে বালু বোঝাই একটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়,এসময় পিকনিকের ট্রলারটি ডুবে যায়।

জানা যায়, ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মঙ্গলবার সকালে অন্তত ২৫ জন আনন্দ ভ্রমণে বের হন। ভ্রমণকারী দলে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক এবং ঘনিষ্ঠজনরা ছিলেন। ভালুকার খিরু নদী দিয়ে গফরগাঁও-কাপাসিয়া-শ্রীপুর সীমান্তের ত্রিমোহনী এলাকায় বেরাতে যান তারা। ভ্রমণ দলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও দুই শিশুসহ ৬ জন, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি, ডায়াগনোস্টিক সেন্টারের লোকজন ছিলেন।

দিনভর আনন্দ ভ্রমণ শেষে সন্ধ্যায় ভালুকায় ফেরার পথে ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের উরাহাটি নামক স্থানে খিরু নদীতে দুর্ঘটনার কবলে পরে চিকিৎসকদের বহনকরা ট্রলারটি।বালু বোঝাই ট্রলারের ধাক্কায় চিকিৎসকদের ট্রলারটি উল্টে যায়। এতে সকল সদস্য সাঁতরে তীরে উঠে আসতে পারলেও নিখোঁজ হয় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অমিত রায় ও স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন বন্ধু মাল্টিমিডিয়ার ব্যবসায়ী তানভীর হোসেন।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে। এসময় স্থানীয় এমপি,পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজারা বেগম ঘটনাস্থলে যান। রাত ১২টার দিকে তানভীরের মৃতদেহ উদ্ধার করে উদ্ধারকারী কর্মীরা। রাতে ১টার দিকে উদ্ধার অভিযান সাময়িক স্থগিত করলেও বুধবার সকাল থেকেই নিখোঁজের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারীকারী দীর্ঘ ১৮ ঘন্টা পর বেলা দেরটার দিকে খিরুর অথৈ জলরাশীর তলদেশে থেকে নিখোঁজ ডাঃ অমিতের মরদেহটি ময়মনসিংহ ও ভালুকার ফায়ার সার্ভিস ডুবুরিরা উদ্ধার করতে সক্ষম হন।

এ ব্যাপারে রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম বাদশা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় লোকজনকে উদ্ধার করা হয়। দুই জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, একজন চিকিৎসক নিখোঁজ হওয়ার তথ্য তাদের জানানো হয়েছে। নৌকা দিয়ে পিকনিকে যাওয়ার বিষয় জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!