আরিফ রববানী, ময়মনসিংহ।।
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা,ময়মনসিংহের কৃতিসন্তান পল্লীমাতা বেগম রওশন এরশাদ এমপির আশু রোগ মুক্তি কামনায় ময়মনসিংহে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কোরআন খতম,খতমে শেফা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টির ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি জাহাঙ্গীর আহমেদের নির্দেশনায় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম খোকনের সার্বিক ব্যবস্থাপনায় বুধবার ১৮ আগষ্ট ২০২১ বুধবার বাদ যোহর তালতলা মাদ্রাসা মসজিদে,বাদ আছর রোড স্টেশন জামে মসজিদে,ডাঃ বাবুস সালাম হাফেজিয়া মাদ্রাসায়
জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ এমপির আশু রোগ মুক্তি কামনায় এসব কোরআন খতম,খতমে শেফা , মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
এতে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান,ছাত্র ও শিক্ষা বিষয়ক সম্পাদক রুকনুজ্জামান জুয়েল যুগ্ম দপ্তর সম্পাদক একেএম হাসান কবির কালাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফরিদ হোসেন, যুগ্ম প্রচার সম্পাদক মমিনুল ইসলাম মানিক, ১নং ওয়ার্ড জাতীয় পার্টির সহসভাপতি গোলাম কবির রুবেল ও নুরন মুন্সি মহানগর জাতীয় পার্টির সদস্য সোহানুর রহমান,জেলা পল্লী বন্ধু পরিষদের যুগ্ম আহবায়ক বোরহান উদ্দিন সিজার, জেলা কৃষক পার্টির যুগ্ম সদস্য সচিব আরিফ,
দোয়া পরিচালোনা করেন স্ব-স্ব মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক ।