Header Image

ফলদ বাংলাদেশ ফাউন্ডেশন” নজরুল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গাছ রোপন

শাহীনুর ইসলামঃ

 

“ফলদ বাংলাদেশ ফাউন্ডেশন” নজরুল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ এবং শাহিন এর ব্যবস্থাপনায় সাদা মনের মানুষ,কৃষি বিজ্ঞানী চাষা আজিজ কোম্পানীর আমন্ত্রণে ঘাটাইল রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান এমদাদুল হক সরকারের সহযোগীতায় তার নিজ ইউনিয়ন রসুলপুর এবং পাশ্ববর্তী ইউনিয়ন সংগ্রামপুরে “ফলদ বাংলাদেশ ফাউন্ডেশনের” কর্মীরা ২০/০৮/২০২১ সারাদিন ব্যাপী প্রায় চারশোর মত ফলদ গাছ রোপন করেন।গাছের মধ্যে ছিল,পেয়ারা,লটকন,লেবু,কমলা,পিসফল।

বৃক্ষরোপণ ছাড়াও বিদেশী আগ্রাসী যতগুলো গাছ যেমন, মেহগনি,রেইনট্রি, ইউক্যালিপ্টাস,একাশিয়া এবং শিশু গাছের যে ক্ষতিকারক দিক সেগুলো সাধারন মানুষের কাছে তুলে ধরে এবং গাছ গুলো রোপনে মানুষকে নিরুৎসাহিত করে।এই নিয়ে ৪৮টি জেলায় বৃক্ষরোপন শেষ করলো “ফলদ বাংলাদেশ ফাউন্ডেশন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!