আনোয়ার হোসেন তরফদারঃ
ময়মনসিংহের ভালুকায় বিরুনীয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শোকাবহ ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবসের কর্মসূচীর অংশ হিসেবে ভালুকা উপজেলা যুবলীগ মাসব্যাপী পৌর এবং প্রত্যেক ইউনিয়নে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচী হাতে নিয়েছে।
তারই ধারাবাহিকতায় বিরুনীয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ২১ শে আগষ্ট শনিবার
জাতীয় শোক দিবস উপলক্ষে ৫০০ জন দরিদ্র অসহায় পরিবারের মাঝে বিভিন্ন ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়ন যুবলীগের সভাপতি আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী মাইদুল ইসলামের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা।
এইসময় আরো উপস্থিত ছিলেন বিরুনীয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর ছিদ্দিক, সাধারন সম্পাদক ওয়াসেক আল আমিন শিপন, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান রিপন, সহসভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, সাংগঠনিক সম্পাদক রাসেল সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল, স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক রাসেল ,ইউনিয়ন যুবলীগের যুগ্নসম্পাদক মুহসিন আলম, বিরিনীয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রুবেল সহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞালনায় ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক। অনুষ্ঠান শেষে ২১ আগষ্টে যারা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।