Header Image

ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা( রেজি: নং ঢ- ০৯-৩৭৭) এর ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

২১/০৮/২০২১ইং শনিবার,রাতে ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এক ভার্চুয়াল সভার আয়োজন করে।সমিতির সভাপতি সাবেক যুগ্ম সচিব ক্যাপ্টেন(অব:) জামিলুর রহমান খান উপস্হিত না থাকায় নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও সমিতির মহাসচিব সুপারিনটেনডেন্ট ইন্জি: আব্দুর রাজ্জাক এর পরিচালনায় ঊক্ত সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সর্বসম্মত ভাবে সিদ্বান্ত হয় যে আগামী ২৩/০৮/২০২১ ইং সোমবার রাত ০৮(আট) টায় সমিতি র জরুরী ভার্চুয়াল সভা হবে। সভা র মুল আলোচ্য বিষয় থাকবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া ।

 

তাছাড়া করোনায় ক্ষতিগ্রস্হদের পাশে দাঁড়ানোর জন্য সুরক্ষা সামগ্রী ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেয়ায় ডা: অধ্যাপক হারাধন দাস, শিল্পপতি সালাঊদ্দীন হুমায়ুন,ইন্জি: আব্দুর রাজ্জাক, ইন্জি: ইলিয়াস হোসেন লিটন, নাসির ধূমকেতু কে ধন্যবাদ জানানো হয়।

 

সভায় নেতৃবৃন্দের মাঝে উপস্হিত ছিলেন সর্বজনাব সালাঊদ্দীন হুমায়ুন,বীরমুক্তিযোদ্বা আ: কুদ্দুস খান,জহিরুল ইসলাম জহির, এম এ মান্নান,এড. সায়িদুল করিম খান নসরত, লতিফুল ইসলাম নিপুল,মিজানুর রহমান মিজান, এড. রুহুল আমিন, মাওলানা আজিজুর রহমান, ইন্জি: ইলিয়াস হোসেন লিটন, কারুজ্জামান মামুন, মো: সোলায়মান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!